Header Ads

Header ADS

কিভাবে খুব সহজে ওয়েব ডিজাইন শিখবেন-Basic Web Design.

Web design, web development
এই পর্বে আপনাদের ওয়েবসাইট সর্ম্পকে সাধারন ধারনা দিব। প্রতিনিয়ত আমরা এক এক ওয়েব সাইটের ধরন এক এক রকম দেখে থাকি। আমরা সাধারনত দেখি এক এক ওয়েব সাইটের ধরন আকৃতি লেখা এক এক রকম হয়ে থাকে। সাধারনত ওয়েবসাইট হলো গ্রাফিক্স, টেক্সট, আ্যানিমেসন ইত্যাদির সমষ্টি। ইন্টারনেট ওপেন করলে প্রথমেই যে পেজ দেখা যায় তা হলো ওয়েব পেজ। আর সকল পেজ মিলে তৈরি হয় ওয়েবসাইট। সকল পেজের মধ্যে প্রথম পেইজকে বলা হয় হোম পেজ। প্রত্যেক ওয়েব সাইট HTML I CSS  দ্বাারা গঠিত হয়ে থাকে। আপনি যদি HTML I CSS  জানা থাকে তা হলে একটা ওযেব সাইট বানাতে পারবেন। HTML এবং CSS কি এটা আপনাকে জানতে হবে। HTML এবং CSS হচ্ছে মুলত ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা ওয়েব সাইট তৈরি করার একটি ভাষা যার মাধ্যমে আপনি ওয়েব ডিজাইনিং করতে পারবেন। মুলকথা আপনি যদি HTML এবং CSS এর সাহায্য যে কোন ওয়েব সাইট তৈরি করতে পারবেন।
আপনি কি HTML  CSS শিকতে চানt
Html&Css
আপনি যদি ওয়েব সাইট এবং ওয়েব ডিজাইনিং শিখতে চান তা হলে আপনাকে HTML এবং CSS সর্ম্পকে পৃর্নাঙ্গ ধারনা থাকতে হবে। বা যে কোন প্রতিষ্ঠান বা কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। কেনো আপনি শিখবেন। আপনি যদি মনে করেন আপনার একটি প্রতিষ্ঠান আছে এখন আপনার একটা ওয়েব সাইট প্রয়োজন বা যে কোন কাজের জন্য আপনি ওয়েব সাইট তৈরি করতে পারেন। বা আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তো আপনি ওয়েব সাইট তৈরি করতে পারেন। যদি আপনি অনলাইন ক্যারিয়ার গড়তে চান তা হলে আপনি ওযেব ডিজাইনিং শিখতে পারেন। 
 বর্তমান বাজারে এর চাহিদা কেমনt
Web Design & Web Development
বর্তমান বাজারে ওযেব ডিজাইনিং এর প্রচুর পরিমানে চাহিদা রয়েছে। আপনি যদি অনলাইন ইনকাম করতে চান আপনাকে ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট শিখতে হবে। যদি এটা আপনার কাছে খুব কঠিন মনে হয় ওয়ার্ডপ্রেস বা ব্লাগ এর মাধ্যমে খুব সহজে একটি ডায়নামিক ওযেব সাইট তৈরি করতে পারবেন।
আপনি কতটুকু আয় করবেনt

Make money online
আপনি কতটুকু আয় করবেন সেটা নির্ভর সম্পুর্ন আপনার উপর এবং আপনার অভিজ্ঞতার উপর। আপনি যত বেশি শিখবের যত বেশি অভিজ্ঞ’তা অর্জন করবেন তত বেশি আয় করতে পারবেন। আপনি যদি ভালো আয় করতে চান আপনাকে ওয়েব ডিজাইনিং শিখতে হবে। তা হলে আপনি মাসে ৫০০-৬০০ ডলার আয় করতে পারবেন।
শিখার সহজ উপায়:
আপনি যদি সহজে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে চান তা হলে প্রথমে আপনাকে  HTML  শিখতে হবে এবং পরে CSS শিখতে হবে। বা আপনি বিভিন্ন টিউটোরিয়ার দেখে সাথে সাথে প্রাকটিস এর মাধ্যমে শিখতে পারেন
আপনি কোন ধরনের ওয়েভ সাইট তৈরি করবেনt
Web Design & Web Development
আপনি কোন ধরনের ওয়েব সাইট খুলবেন তা নির্ভর করে আপনার উপর। আপনি যে বিষয় ভালো
পারেন বা যে বিষয় খুব ভলো দক্ষ আপনি চাইলে এই বিষয়ের একটি ওয়েব সাইট তৈরি করতে পারেন। যেমন মনে করেন,
১/ সামাজিক
২/ গনমাধ্যম
৩/ খেলাধুলা
৪/ সফটওয়্যার ভিত্তিক
৫/ প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
৬/ যোগাযোগ
৭/ শিক্ষা বিষয়ক
৮/ অন্যান্য
ওয়েব ডিজাইনের কিছু নিয়ম ঃ
ওয়েবসাই ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের টেমপ্লেট বানানো। আপনি যদি একটা  ভালো মানের ওয়েব সাইট তৈরি
করতে চান বা প্রফোশনাল ওয়েব সাইট তৈরি করতে চান কিছু নিয়ম এর মাধ্যমে ওয়েব ডিজাইন করতে হবে। যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইন আপ, পেজিনেশন ফাইল আপলোড করে ডাটাবেসে সেভ করা। এছাড়া যে দিকগুলা মনে রাখবেন।

1.    Precedence ( Guiding the eye)
       Color
       Position
       Size
       Design elements
2. Spacing
       Line Spacing
       Padding
       White Space
3. Navigation
4. Design to build
5. Typography
        Font choices
        Font sizes
        Spacing
        Line length
        Color
        Paragraphing
6. Usability
7. Alignment
8. Clarity
9. Consistency








 

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.