Header Ads

Header ADS

ইউটিলিটিস সফটওয়্যার ও এন্টিভাইরাস। Utilities software and Anti Virus.

Utilities virus,tech basic knowledge
Utilities virus,tech basic knowledge
কম্পিউটার ভাইরাস(Computer Virus):
কম্পিউটার বিশ্বে ভাইরাস একটি অপ্রীতিকর ও বিরস শব্দ, যা কম্পিউটারের মেমরিতে প্রবেশ করে গোপন বিস্তার লাভ করে মুল্যবান প্রোগ্রাম, ডাটা নষ্ট করে দেয় এবং অনেক সময় কম্পিউটার অচল করে দেয়। কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাস হলো এমন কতগুলো অবৈধ নির্দেশের সেট বা প্রোগ্রাম, যা একটি সুন্দর জিনিসকে ধ্বংসকারী হিসেবে নিজেকে অন্যান্য প্রোগ্রাম সাথে সংক্রামন ঘটায় এবং পর্যায়ক্রম নিজে নিজে বিস্তার লাভ করে। এ সংক্রামন প্রোগ্রামগুলো অন্যান্য অসংক্রামন প্রোগ্রামগুলোতে ভাইরাসের সংক্রামন ঘটায়। ভাইরাস যেহেতু নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে, তাই যতক্ষন পযন্ত না তার কোড পৃর্ন হয় ততক্ষন পযন্ত তা কম্পিউটারের ক্ষতি করতে পারে না। ভাইরাস তখনই ক্ষতিকর হয়, যখন তা সিস্টেমের কনফিগারেশনের সাথে প্রতিযোগিতা শুরু করে। তবে সব ভাইরাস ক্ষতিকর নয়।
এন্টি ভাইরাস প্রোগ্রাম (Anti Virus program):
কোন প্রোগ্রাম বা  ডিস্ককে ভাইরাসমুক্ত করার জন্য প্রচলিত বিভিন্ন ভাইরাস স্ক্যানার প্রোগ্রাম ব্যাবহার করা হয়। প্রচলিত প্রোগ্রাম দ্বারা ভাইরাসমুক্ত না করা গেলে সংক্রামন ফাইলকে মুছে ফেলা বা ডিস্ককে ফরম্যাট করা ছাড়া কোন উপায় থাকে না। অনেক  সময় low label format করার প্রয়োজন হয়।
ভাইরাস প্রতিকার করার জন্য এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়। এন্টিভাইরাস হল Dr.solomons toolkit, MSAV, NAV, TNT.

এন্টি ভাইরাস প্রোগ্রাম দিয়ে ভাইরাস স্ক্যান করাঃ
১/ প্রথমে আপনাকে সফটয়্যার ইন্সটল দিতে হবে।
২/ Desktop  থেকে Start বাটনে click করতে হবে।
৩/ program মেনুতে মাউস পয়েন্টার রাখলে ডানদিকে McAfee Antivirus এর অধীনে McAfee Antivirus  অপশনে click করতে হবে।
৪/ Drives থেকে C ড্রাইভ select করতে হবে।
৫/ Drives types থেকে All Hard Drives Select করতে হবে।
৬/ Scan New  বাটনে Click করতে হবে।
৭/ Scan Click করার পর Computer Virus চেক করা শুরু করবে। যতক্ষন পর্যন্ত Virus Scanning  করবে ততক্ষন অপেক্ষ করতে হবে
এন্টি ভাইরাস দিয়ে ফাইলের ভাইরাস দুর করার নিয়মঃ
১/ যে ফাইল বা প্রোগ্রামের ভাইরাস দুর করার প্রয়োজন, সেটির উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে।
২/ Scan for Virus Click  করতে হবে।
৩/ All Files  রেডিও বাটন Select করতে হবে।                                                                                       ৪/ Scan Now ঘড়ি বাটনে ক্লিক করতে হবে।
Computer Virus চেক করা শুরু করবে। যতক্ষন পর্যন্ত Virus Scanning করবে ততক্ষন অপেক্ষ করতে হবে।
৫/ Close আইকন ক্লিক করতে হবে
ভাইরাস থেকে কম্পিউটার মুক্ত রাখাঃ (Protect the computer from viruses)
১/ কম্পিটার সঠিকভাবে অন অফ করতে হবে।
২/ ফ্লপি ডিস্ক ব্যবহারের ক্ষেত্তে সর্তকতা থাকা।
৩/ কম্পিউটারের Command.com ফাইল Write Protect রাখতে হবে।
৪/ এন্টি ভাইরাস টুর কীট ব্যবহার করতে হবে।
৫/ ইন্টরনেট বা ই-মেইলের সাহায্যে কোন প্রোগ্রামকে ডাউনলোড করার সময় করার সময় ভাইরাস চেক করতে হবে।
কোন প্রোগ্রাম  বা ডিস্ককে ভাইরাস মুক্ত করার জন্য প্রচলিত  বিভিন্ন ভাইরাস স্ক্যানার প্রোগ্রাম ব্যবহার করতে হবে। আজকে এই পোষ্ট এই পর্যন্ত । সবাই ভালো থাকবেন, পোষ্ট টা কেমন লাগল আপনার মতামত যানাবেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.